দিনটা এখন
ভালো যায় না
প্রতিদিন হচ্ছে জীবননাশ,
রাশি রাশি।
কোন দিন বাদ যায়না
দেখতে হচ্ছে শুনতে হচ্ছে
মৃত্যু হলো অনেক
এই কথা শুনে,
কেহ থাকতে পারে খুশি..?
কবে আসবে সুদিন ফিরে
কবে ফিরবে ভাগ্যটা
কবে থাকবে খুশি সবাই।
বলতে পারে কে..?
আশায় আশায় বসে আছে
রাত্রি পোহালে শুনতে পারি
আর ঘটবে না মহামারীর মৃত্যু।
সফল হবে সবার জীবন
হাসবে সবাই থাকবে সুখে
এটাই চাই সবাই।।
রচনাকাল:২০-০৪-২০২১
সময়: রাত্রি ১:৪২টায়
দিনাজপুর