জীবনটা দেয় সাথেও দেয়
এক একটা রোগ..!!
রোগা জীবন কাটাতে গিয়ে
সদায় হারায় জীবন।
থাকতো সুখে নিরোগ হয়ে
যতদিন বেঁচে থাকে
রোগের জন্য অহরহ
জীবন হারিয়ে যায়।
বাঁচতে পারেনা সুন্দর পৃথিবীতে
থাকতে ভালো লাগে..!
মধুর রসে ভরে আছে
গোটা পৃথিবীটা।
শীতকালেতে সর্ষে ফুলে
মধুতে গেছে ভরে..!
মৌমাছিরা আনছে তুলে
রসে ভরা মধু।
কত দিচ্ছে এই দুনিয়ায়
ভাবে বসে কে..!!
কেমনে ছুটছে কোথায়
ছুটছে ভাববে কখন সে।
এভাবেতে একদিন
হবে দিন শেষ
আর হবে না ভাবতে কোন
সবই হবে শেষ।।
তারিখ: ২৩-১২-২০২১
সময়: দুপুর ০১:২০ টায়
দিনাজপুর।