অর্থ বিলাও হাতে
জ্ঞান বিলাও মুখে
জ্ঞান থাকে মনে
তাই বলে মুখে।

টাকা থাকে ব্যাগে
তাই দিতে হয় হাতে
মুখের ভাত কেউ ছাড়ে না
টাকার ব্যাগ কেউ দেয় না।

আপন আপন রোজগার
আসে যায় বারবার।।

তারিখ:১৩-০৬-২০২২
সময়: রাত্রি ০৮:০০ টায়
দিনাজপুর।