মন ধুইলে হিংসে যায়
চাল ধুইলে ময়লা যায়
মন থেকে হিংসা তাড়াও
ছুঁড়ে পুড়ুক অনেক দূরে।
যদি থাকে মনে হিংসা
করতে পারেনা সফল কাজ
হিংসা এসে বাঁধা দেয়
হয় না কোন ভাল কাজ।
জগৎ যত দিন
তোমার জন্য....!!
মনটা বুনিয়ে যাও অবিরাম।।
তারিখ: ০৯-১২-২০২২
সময়: রাত্রি ০৭:৩০ টায়
দিনাজপুর