ফাগুন গেলো আগুন এলো
আসলো ফিরে চৈত্র
চৈত্রে উড়ে ধুলি
আনবে সাথে বাতাস।

সামাল দেবে কিসে
বারো মাসের ১২ কাজ
করতে থাকে আপন মনে
নিজের মত নিজে চলো।

মাসের কাজে বাধা কিসের
হার মানে না কারো কাছে
প্রকৃতির বাঁধা মাসের সাথে।।

তারিখ: ১৩-০৩-২০২৩
সময়: দুপুর ২:৩০ টায়
দিনাজপুর