বড় দিঘি নাম দুধ সাগর
সাগরের মতো উত্তাল ঢেউ
দুধের মত স্বচ্ছ জল
তাই নাম হয়েছে দুধ সাগর।

দুধ সাগর নাম শুনে
অনেকেই দুধ‌ সাগর‌ দেখতে যায়
মনে করে দুধ দিয়ে
দিঘিটা ভরিয়ে রেখেছে।

দেখার পর ধারণা করে
নাম দুধ সাগর
কোন দুধ নাই
দুধ আকাশ থেকে বৃষ্টির
মতো পড়ে না।

তাই দুধে ভরবে দিঘিটি
দুধ হয় গাভীর পেট থেকে
গাভীর দুধ মানুষ খায়
আর খায় গাভীর বাচ্চারা।

দুধ সাগর নামটা মানুষের
মনে একটা সন্দেহ করে রেখেছে
না জানি কত দুধ আছে
পারলে দীঘি ছেঁকে
দুধ তুলে আনি।।

রচনা কাল:১৯-০১-২০২১
সময়: রাত্রি ১:৫০ টায়
দিনাজপুর