বুঝলে না রে মানুষ
কেন ধরো পাপ?
ধরবে তো ফুলের ডাল
পাবে অনেক সুগন্ধি।
কেন ভাবো এটা ওটা
মুক্ত মনে চলতে থাকো
থাকবে অনেক পরম সুখে
গরম জলে পা দিলে
ফোসকা পড়ে সাথে সাথে।
পাপটা অনেক কঠিন
ফোসকার চেয়েও কঠিন
তাই যেও না পাপের কাছে ।।
তারিখ:০৭-০৮-২০২৩
সময়: রাত্রি ৩:০০ টায়
দিনাজপুর