উড়ে যায় হাওয়াতে
কেমনে ধরবো হাওয়াকে
হাওয়া চোখে দেখা যায় না
তাই ধরি না হাওয়াকে।
গায়ে যখন হাওয়া লাগে
জীবন জুড়ায় হাওয়াতে
হাওয়া ছাড়া বাঁচা যায় না
হাওয়ার প্রয়োজন সর্বদা।
সৃষ্টি যদি হাওয়া পাঠায়
তবেই পায় মর্ত্যতে
যখন নাই হাওয়া
রুদ্ধশ্বাসে জীবন যায়।
হাওয়া পাইলে জীবন বাঁচে
নইলে জীবনে কি'বা আছে।।
তারিখ:০১-১১-২০২২
সময়: সন্ধ্যা ০৬:৩০ টায়
দিনাজপুর।