উৎসর্গ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী স্মরণে
জন্মদিন ধেয়ে আসে
খুশি আসে নেচে নেচে
কবিগুরুর জন্মদিন
এসে গেল বৈশাখের দিন।
২৫শে বৈশাখ কবির ভক্তরা
অনেক মাতোয়ারা..!!
এমন কবি বিশ্বকবি:
বিশ্ব জগত করেছে আলো।
সাহিত্যের বোঝা ছিটিয়ে দিয়েছে
হয়নি ঘাটতি কোথাও
সেই বোঝা দিচ্ছে কত
জ্ঞানের আলো ছড়ায়।
কবির কথা কেউ ভোলে না
২৫শে বৈশাখ মনে করিয়ে দেয়
কবির মৃত্যু বেদীতে ফুল
নদীর স্রোত বয়ে চলে,
মৃদু হাওয়ার টানে।
কবিও চলতো নদীর মতো
ব্রজ নৌকা নিয়ে..!!
কবি আসতো আত্রাই
পতিসরের কাছারি বাড়িতে,
মনের সুখে লিখে যেতেন;
বিরাম ছিল না।
নদীর হাওয়া কেমনে বয়
দৃষ্টি দিতেন অনেক..!
"বাংলার মাটি বাংলার জল
বাংলার হাওয়া ভাবতেন মনে অনেক।
কবির মতো হতে চাও
বলো সৃষ্টির কাছে
আমরাও হবো কবি
ধীরে ধীরে হয়ে যাবো
সুনাম ধন্য কবি।
একটু একটু স্বল্প স্বল্প করে
ভরে যাবে সাহিত্যে
সাহিত্য বাঁচানো বড় কাজ
মনে রেখো সবে।।
তারিখ:০৪-০৫-২০২২
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর।