আষাঢ়ের দেওয়াটা
ঘনঘন এসে যায়
সারাদিন ঝর ঝর
টপটপ করে দেয় অস্থির।
রাখালের গরু বাঁধা গোয়ালে
কৃষকের হালচাষ হয়ে যায় বিপাকে
হাটুরে হাঁটে যাবে..!!
উঁকি দেয় আকাশে।
কখন যে থামবে
নাই কোন উত্তর
অপেক্ষায় থাকতে হবে
দিন শেষে রাত্রি।
দুটো ভাত খাবে কিসে
হাঁট নাই বাড়িতে
সিদ্ধ ভাত লবনে
খেলো খুব কষ্টে।
বিপদে ফেলে দেয় আষাঢ়ের বৃষ্টি
প্রাকৃতিক দুর্যোগ
আসে যায় বারবার
যা হবে কপালে
তাই নিবে মানিয়ে।।
তারিখ:২০-০৬-২০২২
সময়: দুপুর ২:৪০ টায়
দিনাজপুর