দেশের জন্য অস্ত্র ধরো
দেশটা করো জয়
স্বাধীন করো দেশটা
হবে তোমার মঙ্গলটা।

জিততে হবে‌ দেশের জন্য
পরের অধীন থাকো কেন?
চলতে হবে খোলা আকাশে
পথটা হাঁটবে নিজের মনে।

জন্ম নিয়েছে দেশের জন্য
দেশ বাঁচবে তোমার জন্য।।

তারিখ:২৪-০৫-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।