দেখতে চাই দেশ ও দেশের বন্ধু
পারি যেন ভালবাসতে নিজের দেশকে
সবুজ ঘেরা দেশ টা দেখতে চাই
সুদূর দৃষ্টিতে।

দেখব সাগর ভরা জল নদীর কলধ্বনি
হালকা হিমেল বাতাসে
প্রাণটা জুরায়
ফসলের মাঠ যেন
চোখে পড়ার মতো।

কৃষকরা ফসলের পরিচর্যায় মেতে থাকে
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে
পড়ন্ত বেলায় ঘরে ফিরে
ক্লান্ত দেহখানা লইয়া।

চোখ দুটি থাকে ফসলের দিকে
কবে আসবে ঘরে সোনালী ফসল
উল্লাস আনন্দে আনবে ফসল
আশা ও ভাবনা নিয়ে দিন কাটে,
এই নিয়ে বেঁচে আছে তারা।।

রচনা কাল: ২২-০১-২০২১
সময়: রাত্রি ১০:১৫ টায়
দিনাজপুর।