মেঘে মেঘে হবে দেখা
তবে হবে বৃষ্টির দেখা
বৃষ্টি থাকে আকাশে
ধরবে কেমনে তাহারে।

মর্ত্য থেকে ডাকছে
বৃষ্টি তুমি দাও দেখা
সবাই ডাকে আয় আয়
টিয়া পাখির মতো।

খাদ্যের লোভে
টিয়া আসে বাড়ির উঠানে
খেতে লাগলে ধরে ফেলে
করে খাঁচায় বন্দী।

বৃষ্টির নাই চক্ষু কর্ণ
শুনতে পায় না কানে
যতই ডাকুক শুনবে না
যতই করো আহা জারি।

সময় হলে দিবে ঢেলে
হবে মাটি সতেজ
বিন্দু বিন্দু জলের কণা
জড়ো করে সৃষ্টি হয় মেঘের।।

তারিখ:০১-০৫-২০২৩
সময়: সকাল ১০:০০ টায়
দিনাজপুর।