প্রজাপতি ডানা মেলে
উড়ে বেড়ায়,
ফুলের ডালে ডালে
উড়ে উড়ে ঘুরে বেড়ায়,
এটাই তাদের কাজ।
ধরতে গেলে উড়ে গিয়ে
বসে আবার অন্য ডালে
কামড় দেয়না,
এটাই তাদের গুণ।
ছোট্ট শিশু ভালোবেসে
প্রজাপতিকে,
দেখতে পেলে ধরতে চাই
ধরতে পারলে কান্না
থেমে যায়।।