দান চাই মান যায়
তবু দান দিতে হয়
দানের অনেক পূণ্য আছে
তাই করে যায় দান উৎসব।
শীতে কাঁপে দুস্থ মানুষ
হাতে দেয় কম্বল একখান
রেহাই পেলো শীত থেকে
পূণ্য বাড়লো অনেক গুণ।
যার আছে উদার মন
সে বাড়ায় দানে মন।।
তারিখ: ১০-১১-২০২২
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর