গাছের ডালে কে রে
টিয়া পাখি বসে রে
উঁকি দিচ্ছে ক্ষণে ক্ষণে
লুকিয়ে যাচ্ছে পাতায় পাতায়।
ভাবছে বসে সন্ধ্যা হলো
কে আসবে ধরতে আমায়
ভয়ে ভয়ে রাত কাটাবো
সকাল হলে উঠতে পারবো ।
খোলা আকাশে চষে বেড়াবো
সন্ধ্যা হলে ভয়ে মরি
কে আমায় করবে শেষ
পাখির জীবন এত ঠুনকো
যখন তখন যায় জীবন।।
তারিখ: ২০-০৮-২০২২
সময়: রাত্রি ১:২০ টায়
দিনাজপুর।