মা ডাকে বারবার
সৃষ্টি ডাকে একবার
ডাকবে কখন..?
নিবে যখন।
এসো তুমি ধরা ছেড়ে
থাকবে এখন পরপারে
যাবে আনতে জম
সঙ্গে করে আনবে তোমায়।
থাকবে পারে ঘুমিয়ে
কাটবে দিন ঘুমিয়ে
আর নাই কোন সারা
জীবনটা এখন চুপচাপ।
কেন করো অভিমান
কেন করো পাপ
কেন করো অন্যের ক্ষতি
ভালো থেকো ধরাতে।
আনবো যখন তোমাকে
আসতে হবে তোমাকে
শুনবো না কোনো কথা
মানবো না কোনো বাধা,
মনে রেখো কথাটি।।
তারিখ:১৫-০২-২০২২
সময়: সকাল ১০:৩০টায়
দিনাজপুর