মাকে আর পাওয়া যায়
মা থাকে না জনম ভর
মা নিয়ে যায় অচিন দেশে
খুঁজে কি আর পাওয়া যায়?
যতই ডাকো মা মা করে
সাড়া দেই না একটিবার
তবুও ডাকে বারে বারে
মা এসো সন্তানের কাছে।
সন্তান তোমায় দেখতে চায়
আদর দিবে আঁচল ভরে
মায়ের কথা মনে হলে
চক্ষু ভাসে নয়ন জলে।
এমনি করে ডেকে যাবো
দেখি কবে সারা পাই।।
তারিখ:২১-০৭-২০২৩
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর