ছুটে আসে মেঘটা
ভিজে দেয় জগতটা
ঠান্ডা করে প্রকৃতিটা
মেঘ দেয় বৃষ্টি
হয়ে যায় ফসলের সৃষ্টি।
ফসল খেয়ে বাঁচবে জীব
মেঘ তুমি ঘুরে ঘুরে থেকে যাও
আকাশের কোণে...!!
সময় মত দেখা দিও,
ঘুমে তুমি থেকো না।
ঘুমিয়ে গেলে জাগবে কখন..?
দিতে পারবে কি..?
অঝোর ধারার বৃষ্টি।।
রচনা কাল: ২৮-০৫-২০২১
সময়: বিকাল ৫:০০ টায়
দিনাজপুর।