ছুটে আসছে নতুন বছর
মাসটা হলো বৈশাখ
বৈশাখ আসে হাওয়ায় চড়ে
গর্ব তাহার আমি হলাম
বাংলা মাসের প্রথম।
আমার কথায় নতুন সাজে
সবাই সাজে ভোজন করে
অনেক রসের আহার
খেলাধুলায় বিনোদনে মেতে উঠে সবাই।
সবাই আছে খুশিতে অনেক
চৈত্র মাসের এই কয়টা দিন
গেলেই সবাই বাঁচি
বৈশাখের বিনোদনটা,
বিশ্ব ধরে পালন করে সবাই।।
রচনা কাল:৩১-০৩-২০২১
সময়: দুপুর ১২:২৫ টায়
দিনাজপুর