শুকিয়ে যায় সামান্য অস্তিত্ব
নিয়ে চুপ করে থাকে
মনে হয় কিছু বোঝে না
সে নিজে বুঝে।
শুকিয়ে যেয়ে দাপটটা কমিয়ে গেছে
নিজের আর উত্তাল ঢেউ
করার মত কোন শক্তি নাই
অপেক্ষায় আছে।
কবে জলে জোয়ার আসবে
তখন রণরঙ্গিনী সাজবে
সব ভেঙেচুরে একাকার করে দিবে
কাহারো কথা মানবে না
সর্বদা ঢেউয়ের তালে তালে নাচবে।।
রচনাকাল:১৬-০২-২০২১
সময়: রাত্রি ১২:২৬ টায়
দিনাজপুর