এমন জীবন কেন হয়.?
একটু হলেই জীবন যায়
অনেক যত্নে রাখতে হয়
ছোট্ট একটু জীবন।

মা যেমন কোলের শিশু
রাখে যতন করে..!!
বুকে ধরে আলগিয়ে রাখে
কোলের শিশুটিকে।

দৃষ্টি থাকে সদাই
কখন কি হয়..?
ছোট্ট জীবন আদর যত্নে
রেখে দিতে হয়।

নইলে জীবন কখন যাবে
ভাবনা থাকে অনেক
যত্নে রেখো ধরে ধরে
সময় হলে ডাক দিবে।

এসো চলে
আর হবে না থাকা
যেতে হবে পরপারে..!!
তাও থাকো ভালোভাবে।

সৃষ্টির রাখে যতদিন
আনন্দ-উল্লাসে হাসি খুশিতে
কাটিয়ে যাও দিন
ভেবে কোন লাভ নাই
দুনিয়াটাই এমন..!!
কেবল ভাঙ্গা গড়া।।

তারিখ:২৫-০১-২০২২
সময়: রাত্রি ১১:৩৩ টায়
দিনাজপুর।