এক বছর মহামারির সাথে
যুদ্ধ করতে করতে,
এতদিন পর একটা;
ভালো সুরক্ষার জন্য
টিকা ইঞ্জেকশন কাজের
কার্যক্রম শুরু হয়েছে।
এতে করে সবাই মরণের
আতঙ্ক থেকে মুক্তি পাবে
অন্তরে শান্তির বাতাস বইতে থাকবে
সৃষ্টির কাছে জীবের প্রার্থনা
মহামারীতে যেন মৃত্যু না হয়।।
রচনা কাল: ১১-০২-২০২১
সময়: সন্ধ্যা ৭:২৪ টায়
দিনাজপুর