চমক দিচ্ছে সোনার দেশ
কি নাই এই দেশে
মাঠ ভরা সোনার ধান
ফসল ফলে মাঠটা ভরে।
বৃক্ষ আছে সারি সারি
আরো আছে নদ নদী
সাগর-মহাসাগর
পথঘাটটা ভরে গেছে।
যানবাহন চলছে ছুটে
সুদূর পথে রেল গাড়িটা
চলে এঁকেবেঁকে..!!
রোগীর সেবা হাসপাতালে,
করছে চিকিৎসক।
সুস্থ হচ্ছে জীবনটা
কত খুশি মনে
বিশ্বজগৎ ঘুরতে আসে
এই সোনার দেশে।
বিচরণ করে দেখে বলে
আহামরি এই দেশ দেখে
দেশের প্রতি সম্মান জানাও
দেশটা হোক আরো ভালো,
দেশের ভালো সবার ভালো;
বয়ে আনবে সুখ।।