মনে মনে ভাবতে থাকো
ধীরে ধীরে চলতে থাকো
পথ হয় সুদূর পথ
চলতে চলতে নাজেহাল।

হয়ো না কোন উত্তেজিত
মুখটা বুঝে চলতে থাকো
পেয়ে যাবে গন্তব্যটা
চুপ থাকা অনেক ভালো।

পাবে সফল সকল সময়
মনে আছে অনেক রাগ
চাপা দেও বারবার।।

তারিখ:২১-১২-২০২২
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।