চলো যাই ঐ খানেতে
কোনখানে যেখানেতে
নাই বাড়ি ঘর
যেখানে নাই আপন জন।
যেখানে নাই আহার করার কিছু
জেগে উঠার উপায় নাই
থাকে চিরঘুমে...!!
যে মুখেতে হাসছে অনেক।
সে মুখটা বন্ধ থাকে
কার কাছে চাইবে খাবার
কে দিবে সেখানে খাবার
এমন কেন হয় ওখানে।
এত কষ্ট পর জনমে
জেনে ও আমরা বুঝিনা
গায়ের জোর চালাতে থাকে
কি হবে দেখা যাক..?
আমার মত শক্তি কার আছে।
তারিখ: ২৫-০৪-২০২২
সময়: বিকেল ৪:৩০ টায়
দিনাজপুর