অসহায় ব্যক্তিকে সাহায্য করি
পড়েছে অনেক বিপদে
নাই মাথা গোঁজার ঠাঁই
শীতের রাতে খোলা
আকাশের নিচে।
নাই কোন শীতের কাপড়
নাই পেটে কোন অন্ন
তাঁদের প্রতি একটু হলেও
দয়া দেখাই।
একজন রাস্তায় হাঁটতে যেয়ে
পা ভেঙে পড়ে আছে
তাকে তুলে নিয়ে চিকিৎসা করাই
এই মানবিক কাজগুলি করলে
আমাদের ধর্ম কুড়ানো হবে।
ধর্ম থাকে অন্তরের মাঝে
পূর্ণসঞ্চার হবে
এপারে ওপারে সাথী হয়ে থাকবে
নিজে অনন্তকাল সুখে থাকা যাবে।।
তারিখ:০১-০১-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর