দিন যায় মাস যায়
কেঁদে কেঁদে দিন যায়
কবে হবে শেষ দিন
ভেবে ভেবে যায় দিন।
যেতে হবে ছেড়ে চলে
সময় দিবে না একদিন ;
যাবো না আমি পৃথিবী ছেড়ে
রাখো মোরে একদিন..!
নাই কোন নিস্তার
চলো সাথে পরপার।
থেকে যাবে চিরদিন
ক্ষণে ক্ষণে যাবে দিন
তারিখ: ২৫-০২-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়