বসন্তকে আসার আমন্ত্রণ জানাচ্ছে
বসন্ত এলেই রেহাই মিলবে
মাঘ আর পার করতে পারছে না
প্রবল শীতের ঝাপটা যেন,
সবাইকে দিশাহারা করে রেখেছে ।

বসন্তের অন্তর অনেক উদার
মানুষ বসন্তের আবহাওয়াতে
অনেক তৃপ্তি পায়
বসন্তকে মনের পাঁজরে,
সবসময় রাখতে চায়।

গাছেরা নতুন শাড়ি পড়ে
গাছের পাতায় পাতায়
ফুলে ফুলে ভরে যায়
মৌমাছির গুঞ্জন শুরু হয়
মৌ মৌ গন্ধে ভরে যায় সবকিছু
সবাই যেন একটা..!!
সতেজ জীবন পায়।

রচনা কাল:২৩-০১-২০২১
সময়: সন্ধ্যা ৬:৪৫ টায়
দিনাজপুর