চলছে তান্ডব আষাঢ়ের
ভয়ানক কান্ড
ক্ষণে ক্ষণে উঁকি দেয়
ফোঁটা ফোঁটা বৃষ্টি দেয়।
চলে যায় সুদূর আকাশের কোণে
আবার কখন ফিরে এসে
ছাড়ে আবার মুষলধারে
এরকম করে যায়।
আষাঢ়ের ঠাঁই নাই বাহিরে
গেলে পাড়ে ভিজে যাবে
বাড়িতেই থেকে যাবে
পালাবে আবার যখন,
যেতে হবে বাহিরে।
ভাগ্য ভালো হলে
ভিজে নাহি শেষ হবে
আষাঢ় আষাঢ় করিও না
দিয়ে যায় জলটা বছর ধরে।
খেয়ে যাবে তৃষ্ণা মিটাবে
চলে যাবে আষাঢ় ক্ষণে ক্ষণে
মনে হবে দিয়ে গেছে
আষাঢ়ের এত জল