পথটা একটা সরলরেখা
যায় যে পথিক হেঁটে হেঁটে
সরল পথ দিয়ে..!!
ভাবে মনে কোথায় আছে?
কোন দুর্বৃত্তের দল।
দেখতে পেলে ধরবে এসে
পথটি রোধ করে
কি আছে দিয়ে দাও
নইলে জীবন ফেরত যাবেনা।
থাকবে মোদের হাতে জীবন
দিলো অর্থ টাকাপয়সা
তবু নিলো জীবন
এ কেমন অবিচার..!
দুটোই নিলো কেড়ে।
এর প্রতিকার কে করতে পারে
এদের সাথে পারবে কে..?
কবে আসবে সুদিন তবে
হবে এদের বিচার..!!
খুশি হবে ভুক্তভোগীরা।।
তারিখ: ১৩-১০-২০২১
সময়: রাত্রি ৪:০০ টায়