চোখে কোন বালি নাই
কাউকে ভালো না লাগলে
মনে হয় চোখে বালি আটকে আছে।
এ বালি কোন সময়
চোখ থেকে সরতে চায়না
সারা জীবন মনে হয়
চোখের বালি আটকে আছে।
কোন সময় ভুলতে পারেনা
মনকে সবসময় ধাক্কা দেয়
মনের সাথে ঝুলে আছে
ওই ব্যক্তির কাছে কোন অন্যায়
কাজ করেনি।
কোন ক্ষতি করেনি
কোন ধন-সম্পদ কেড়ে নেইনি
তবুও ওই ব্যক্তিটি
চোখের বালি হয়ে আছে।
মানুষ মনে করে
চোখে মনে হয়
এক মুঠো বালি পড়েছে।।
রচনা কাল:০৬-০৪-২০২১
সময়: রাত্রি ১০:০০টায়
দিনাজপুর।