চৈত্র সংক্রান্তি বাংলা মাসের শেষ মাস
সংক্রান্তিতে জানান দেয় বুঝিয়ে দেয়
মাসটি হলো শেষ চৈত্র সংক্রান্তিতে
হবে চড়ক পূজা।
তা একটি ভয়াবহ দৃশ্য
চড়ক গাছের সাথে..!!
মানুষ এক রকম শূন্য উপরে ঘুরতে থাকে
পীঠের চামড়ার সাথে কাঁটা বিঁধে দেয়।
সংক্রান্তিতে খায় ছাতু
কলা আম ডাল
ছোট্ট কুঁড়ি আম ডাল খেয়ে
আমকে বরণ করে।।