এত আদরের বসন্তের ফাগুন
এবারের জন্য বিদায় নিলো
এসে গেলো ঝনঝনে শুষ্ক চৈত্র মাস
আনবে খরতাপ ধুলামাটি,
খসখসে বাতাস।
ফাগুনের মতো এতো ভালো না
বাঙালির ভাতে ডাল খাওয়ার
যোগান দেয় এই চৈত্র মাস।
বিভিন্ন ডালের কৃষি পণ্য
হিসাবে নতুন ডাল কালায়ে
ভরে যায় দেশটা
বাঙালি খায় ডালভাত
হাপুস হুপুস করে।।
রচনাকাল:০৬-০৩-২০২১
সময়: সকাল ১০:২০ টায়
দিনাজপুর