ছেড়ে দাও ভাষা আনতে যাই
যেওনা প্রাণ হারাবে
চলবে সংঘর্ষ চলুক মাকে বাঁচাবো
মা কে হারাতে চাইনা।
মাতৃগর্ভে হতে জন্ম নিয়ে
যে ভাষায় কথা বলি
সেটা হারাতে দিবো না
জীবন দিয়ে হলেও,
আনবো ভাষা জোগাড় করে।
চিরদিন আমাদের কথা মনে রাখবে
যারা ভাষার জন্য জীবন দিয়েছে।।
রচনা কাল:২২-০১-২০২১
সময়: রাত্রি ১২:৪১ টায়
দিনাজপুর।