মাটি চাষলে ফসল
মন চাষলে জ্ঞান
চর্চা করো অবিরত
হবে তোমার অনেক জ্ঞান।
জ্ঞান সমুদ্র তোমার মাথায়
হাত পাততে আর হবে না
জ্ঞান থাকলে বসে খায়
অজ্ঞানীরা খুঁজে বেড়ায়।
কোথায় পাবে দুটো আহার
চাষ করতে থাকো মনটা
হবে তোমার অনেকটা।।
তারিখ:০৭-০৭-২০২১
সময়: রাত্রি ২:২৩ টায়
দিনাজপুর।