বুলেটের আঘাত সবাই খেয়েছে
কেউ যায়নি বাকি
যারা আজ বেঁচে আছে
মনে পড়ে সেই ভয়াল,
দিনের কথা।
মুছে যাবে না সেই
স্মৃতিগাঁথার কথা..!!
বছর ঘুরে আসে যখন
স্বাধীন হওয়ার কথা।
চোখের জলে অঙ্গ ভিজে
অনেক কষ্ট পায়
কষ্ট হোক তবুও
দেশ হয়েছে স্বাধীন
স্বাধীন নিয়ে বাস করাটা
বড়ই খুশির কথা।।
রচনা কাল:০৮-০৩-২০২১
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।