বুদ্ধিজীবী দিবসটি বুদ্ধিজীবীদের জন্য
বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধের সময় ১৪ ই ডিসেম্বর
বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে।
সবাইকে একসাথে মাটিচাপা দেয়
দিবসটি এলে স্বজন আপন
খুব কষ্ট পায়..!!
তাঁদেরকে প্রাণ ভরে স্মরণ করে।
স্মৃতিস্তম্ভে সম্মান জানানো হয়
ফুল দিয়ে বরণ করা হয়
ছিলেন দেশের সেরা সন্তান
স্বনামধন্য বাবা-মায়ের সন্তান।
পিতা মাতা কষ্ট করে
সু-সন্তান গড়ে তুলেছিলেন
দেশের মুখ উজ্জ্বল করবে
দেশে স্বাধীনতার কথা শুনে
খুঁজে খুঁজে হত্যা করেছে।
যাতে দেশে কোন বুদ্ধিমান না থাকে
বুদ্ধি দিয়েই সবকিছু হয়
দেশ যাতে অচল হয়
তাই শত্রু এমন কাণ্ড ঘটিয়েছে।
কৃতি সন্তানের প্রতি সবার অনেক শ্রদ্ধা
দেশ শত্রু মুক্ত করতে জীবনে
এত কিছু বিসর্জন দিতে হয়েছে।।
তারিখ: ১৪-১২-২০২১
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর