ভেসে যাওয়ার ইচ্ছা তোমার
তাই তো ভেসে যাবে
যাওয়ার আগে ভাববে তুমি
চলছে না কি আকাশে
মেঘের আনাগোনা।

মেঘের ডাকে বাহির হবে
বৃষ্টি তোমায় করে দিবে
জড়োসড়ো দৌড়াতে গিয়ে
পড়ে যাবে আঘাত পেলে অনেক।

একটি দুর্যোগ করে
দিতে পারে অনেক কিছু
বাঁধা তোমার বৃষ্টির ফোঁটা নয়
বাঁধা অনেক আছে।

ভেবেচিন্তে কাজ করো
অনেক শান্তি পাবে
ভেসে যেতে হবেনা আর
বৃষ্টির জলে তে।।

রচনা কাল: ০৭-০১-২০২১
সময়: বিকাল ৪:০০ টায়
দিনাজপুর।