আষাঢ় শ্রাবণ দুই মাস
বৃষ্টি দেয় অবিরাম
বৃষ্টির দিলে খালটা ভরে
মাছ এসে যায় ঝাঁকে ঝাঁকে।

বকের সারি চেয়ে দেখে
কখন দেখি মাছটা উঠে
ডাঙ্গায় যখন উঠে যায়
ধরে তাঁরে গলা চিপে।

নিয়ে চলে সুদূর দেশে
কখন হারায় মাছটা তাঁর
মুখ থেকে খসে পড়ে
ভাগ্য হলো ব্যর্থ তাঁর।

আবার যায় মাছ আনতে
চলে তাঁদের এমন কাজ।।

তারিখ: ৫-০৭-২০২৩
সময়: বিকাল ০৪:৪০ টায়
দিনাজপুর