বৃষ্টি বোঝা মাথায় নিয়ে
পথিক যাচ্ছে পথ বেয়ে
ভিজে ভিজে চুপসে যাচ্ছে
দাঁড়িয়ে থাকা পথিক বলে,
ভিজে ভিজে যাচ্ছো কেন..?
কোথায় পাবো মাথার আচ্ছাদন।
তাই চলে যায় পথটি বেয়ে
থামবে যখন বৃষ্টি
আর ভয় নাই ভিজাতে..!!
চলে যাবে বৃষ্টির বোঝা।
মাথাটা হালকা হবে
পৌঁছে যাবো বাড়ি
এমনিভাবে কাটে মোদের
রোদ বাদলের দিন।
খেতে পায় না পেটটা ভরে,
মাথার আচ্ছাদন মিলবে
কেমন করে;
কষ্ট করে কেটে যাক
জীবন চলার দিনগুলি!!
রচনাকাল:২২-০৫-২০২১
সময়: রাত্রি ৪:০০ টায়