বৃষ্টি লাগে মিষ্টি
তপ্ত রোদে হাঁপায় প্রাণ
বৃষ্টির ফোঁটা পড়লো গায়ে
শীতল হলো জীবনটা।
গরমে হাঁসফাঁস
বৃষ্টিতে জোড়ায় প্রাণ।।

তারিখ: ০৫-০৭-২০২২
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর।