বৃক্ষ ছায়া দেয়
ফল দেয়,
যৌবন শেষে বৃদ্ধ হলে
বৃক্ষকে করাতের আঘাত সইতে হয়।

এটা বৃক্ষের প্রাপ্তি
বৃক্ষকে করাত দিয়ে ছেদন করবে
বানাবে খাদ্য তৈরীর অঙ্গার
অঙ্গার হলে ধূম্র তৈরি হবে।

ধূম্র নিজের গতি নিয়ে,
কোথায় লুকিয়ে যায়
বৃক্ষের জীবনের অবশিষ্ট
ধূম্র ও ছাই,
জীবন হয়ে যায়;
শুধু একমুঠো ছাই।।

রচনা কাল:১২-০২-২০২১
সময়: রাত্রি ১০:২৩ টায়
দিনাজপুর