বয়ে যায় নদী
করে কি যে ক্ষতি
বাণের জলে ভরে গেছে
নদীর দু'কূলটা।

কোথায় এখন জল রাখবে
দিশা নাই নদীর
যেদিক সেদিক কোথায় নিবে
ভরে যাবে মাঠ ঘাট।

ঘরবাড়ি আনাচে কানাচে
জলে ডুবলে কোথায় বাস হবে
যাবে কোথায় বাড়ি ছেড়ে
ঠাঁই হবে কোথায়।

বিপদ আসে ধেয়ে
করতে হয় মোকাবেলা
শান্তি নাই কোনখানে
সবখানেতেই এক।।

তারিখ:১৫-০১-২০২৩
সময়: দুপুর ০৩:৪০ টায়
দিনাজপুর