চলে আসছে
নতুন বছরকে বরণ করে
নেওয়ার পালা..!!
১৪২৭ বিদায় নিবে আসবে ১৪২৮
বাংলা মাসের প্রথম বৈশাখ মাস।

নতুন বছরকে সবাই স্বাগত জানাবে
শিশু-কিশোর নানা বয়সী
বৈশাখের আনন্দে মেতে উঠবে সবাই
পড়বে সাদা রংয়ের পোশাক।

চলবে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান
গান বাজনা নৃত্য কবিতা
আবৃত্তি আরো অনেক কিছু,
খাবে নানা ধরনের মুখরোচক খাবার।

গ্রীস্মের বৈশাখ যেমন
ঝড় তুফান আনে
তেমনি সবার মধ্যে তুফান শুরু হবে
আমরাও বৈশাখের মতো
যেন হাওয়ায় উড়তে পারি।।

রচনা কাল:১৯-০৩-২০২১
সময়: রাত্রি ‌১১:৪২ টায়
দিনাজপুর।