সাদরে গ্রহণ করা
শারদীয় পূজায় ভক্তগণ
ষষ্ঠী তিথির মধ্যে দিয়ে
দেবীকে বরণ করবে।

বাদ্যযন্ত্রের মুখর ধ্বনি
এয়ো গণের উলুধ্বনি
ধান দূর্বা সিঁদুর মঙ্গলঘট বসিয়ে
পুরোহিত ষষ্ঠী পূজার মধ্য দিয়ে,
দেবীকে ঘটে স্থাপন করবে।

চলবে নবমী পর্যন্ত
হাসিখুশি ফুর্তি
মন্দির মন্দিরে পদার্পণ
দশমী তিথিতে বিদায় নিয়ে,
সবকিছু মলিন হয়ে যাবে।

ভক্তগণ মনে মনে বলবে
মা তুমি আবার আসো
হাসিখুশি নিয়ে...!!
অতীত ভুলে চলবে
সবাই আগের দিকে।।

তারিখ:
সময়:
দিনাজপুর।