বড়াই করো কিসে
বড়াই করো কেন
রাত পোহালে নদীতে যাবে
বান্দা যাবে পালকিতে চড়ে;
থাকবে পড়ে বসত ভিটা
তুমি যাবে একা একা,
রাখবে তোমায় কোথায়?
কেউ জানে না;
খুঁজে খুঁজে আর পাবে না
সারাজীবন কেটে যাবে
হৃদিশ তাহার আর হবে না।।
তারিখ: ০৯-০৯-২০২২
সময়: সকাল ১০:০০ টায়
দিনাজপুর।