বনে আছে বাঘ
মনে আছে রাগ
বনে গেলে বাঘে খাবে
রেগে গেলে ক্ষতি হবে।

বাঘের কাছে যেওনা
রেগে থেকো না...!!
আগুন করে বশীভূত
রাগ করে তাই।

কটু বাক্য শুনে কানে
রাগ উঠে ক্ষণে ক্ষণে
কেউ বলে প্রকাশ্যে
কেউ বলে গোপনে।।

তারিখ: ২৭-০৪-২০২৩
সময়: রাত্রি ০৯:০০ টায়
দিনাজপুর।