বন্দি কেন কারাগারে..?
করেছে অনেক দোষ
যার কারণে বন্দি হয়েছে
বদ্ধ ঘরেতে।
ভাবনা অনেক করতে হয়
কেমনে সুখে থাকি..?
নাই ভাবনা..!!
করে যায় যা ইচ্ছা তাই।
দোষের জন্য শাস্তি
এই দুনিয়ার মাঝে
ছাড়া পেলেও শান্তি নাই
আবার হবে পরপারে,
দুনিয়াটা যে কেমন
কেবল বিচার আর বিচার।।
তারিখ:২৩-১২-২০২১
সময়: দুপুর ০১:৩০ টায়
দিনাজপুর।