বকুল গাছে ফুটছে বকুল ফুল
গন্ধে ভরে জগৎটা
ছুটছে মন বকুলতলায়
পড়ে আছে গাদা গাদা।
নিচ্ছে ঝাঁকায় তুলে
রাখবে নিয়ে বাড়িতে
ঘরে যতন করে
সুবাসে মোহিত করবে
গোটা বাড়িটা।
থাকবে ঘ্রাণ যতদিন
মনটা হবে তত রঙ্গিন
খুশিতে কাটবে দিন গুলো
বকুল কেন এত ভালো।
বকুলের অনেক সুবাস আছে
বকুল করো রোপন
বাড়ির একটি কোণে
ফুল ঋতুতে ফুল দিবে
সবাই থাকবে খুশিতে ভরপুর।।
রচনা কাল: ৩০-০৯-২০২১
সময়: রাত্রি ১২:০৫ টায়